একুশে বই মেলায় কাজী সাইমুম জান্নাত প্রভার “প্রিয় জোছনা”

- আপডেট সময় : ০৬:১৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

অমর একুশে বই মেলা ২০২৩ এ প্রকাশিত হতে যাচ্ছে কাজী সাইমুম জান্নাত প্রভার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘প্রিয় জোছনা’।বইটি প্রকাশ করছে শিখা প্রকাশনী।প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
৪ ফর্মার কবিতার বইয়ে রয়েছে যাপিত জীবনের গল্প, একাগ্র চিত্তে সুন্দর সময়ের জন্য অপেক্ষা করে যাওয়া, প্রেম, বিরহ, প্রকৃতির সঙ্গে জীবনের সংযোগ এবং মাঝেমাঝে মনস্তাস্তিকভাবে নিজেকে প্রকৃতি থেকে আড়াল করা কিংবা প্রকৃতিতে মিশে যাওয়ার মূহুর্তের গল্প।
বইটি পাওয়া যাবে বইমেলার ৪৩-৪৬ নম্বর স্টলে।
এর আগে তাঁর একটি কাব্যগ্রন্থ ‘এখানে কোনো রূপকথা নেই’ এবং ছোটগল্প গ্রন্থ ‘উপসংহার’ প্রকাশিত হয়েছে।
কাজী সাইমুম জান্নাত প্রভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করেছেন।পেশা হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতা।বর্তমানে তিনি ডিবিসি নিউজ টিভিতে নিউজরুম এডিটর হিসেবে কর্মরত আছেন।এর আগে তিনি দীর্ঘদিন দৈনিক আজকের পত্রিকাতে সহ-সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।