বুধবার (১১ সেপ্টেম্বর) বগুড়ার সারিয়াকান্দি উপজেলা যুবদলের উদ্যোগে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক চন্দনবাইশা ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় চন্দনবাইশা ইউনিয়নের যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি।
সভায় চন্দনবাইশা ইউনিয়ন যুগ্ন আহ্বায়ক আইয়ুব ও রন্জুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দনবাইশা ইউনিয়ন বিএনপি সভাপতি কুদরত খুদা চান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওলিউল আজিম বাবু, উপজেলা যুবদলের সদস্য লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আলেফ, ভেলাবাড়ি ইউনিয়ন আহ্বায়ক টিটু,কামালপুর যুগ্ন আহ্বায়ক রন্জ,যুবনেতা লিটন, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ, রাশেদুল ইসলাম রতন, আব্দুল কালাম আজাদ, রব্বানীসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।