রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা গ্রামের এক দিনমজুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করা হয়েছে।এই অভিযোগকে মিথ্যা দাবি করে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে ওই ভুক্তভোগী দিনমজুর সংবাদ সম্মেলন করেছেন।
আনছার আলী নামের ভুক্তভোগী ওই দিনমজুর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, গত ৮ দিন আগে আমার চাচাতো বোনের মেয়ের (প্রতিবেশী) ৯ বছর বয়সী কন্যা বাড়িতে বেড়াতে এসে কাউকে না জানিয়ে আমার ঘরে থাকা শার্টের পকেট থেকে ৫০০ টাকা নিয়ে যায়।অনেক খোঁজাখুঁজি করে সেই টাকা না পেয়ে বাড়িতে বেড়াতে আসা আমার নাতনিকে টাকা নিয়েছে কিনা জিজ্ঞাসা করলে প্রথমে অস্বীকার করে।পরে টাকা নেয়ার বিষয়টি স্বীকার করলে ৫০০ টাকার মধ্যে আমাকে সাড়ে ৩০০ টাকা ফেরত দিয়ে যায়। পরে এ বিষয়ে আমি আর কিছু বলিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এই সত্য ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে এলাকার প্রভাবশালী বাবর, শরিফুলসহ কয়েকজন আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টা অভিযোগ আনে। প্রথমে তারা আমার নিকট ১৫ হাজার টাকা দাবি করে।আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার বিরুদ্ধে দুর্গাপুর থানায় ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ দেয়।
থানায় অভিযোগ দেয়ার পর এমন মিথ্যা অভিযোগ থেকে বাঁচতে তারা আমার কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। না হলে বাঁচতে পারবো না বলে আমাকে হুমকি দেয়।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনাটি মিথ্যা ও সাঁজানো।মূলত তাকেসহ তার পরিবারকে উচ্ছেদ করতেই পরিকল্পিতভাবে বর্তমানে এলাকার প্রভাবশালী বাবর, শরিফুলসহ কয়েকজন ৯ বছরের শিশুকে দিয়ে মিথ্যা ধর্ষণচেষ্টার অভিযোগ করেন।ঘটনার সঠিক তদন্ত করে ন্যায় বিচার পেতে তিনি প্রশাসনের অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করেন।
জানতে চাইলে দুর্গাপুর থানার ওসি মাসুদ পারভেজ বলেন, শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে থানায় একটি মামলা হয়েছে।আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।সত্যতা পেলে ওই ব্যক্তি বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।