ফুলপুরে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ

- আপডেট সময় : ১১:৪২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৪৪৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুরে দুঃস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) উপজেলার ৯ নং বালিয়া ও ১০ নং বওলা ইউনিয়ন আ’লীগের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন,ফুলপুর উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান রোকেয়া পারভিন লাকী।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহামেদ শাওন ইউপি চেয়ারম্যান দেলোয়ার মুজাহিদ সরকার, সাবেক চেয়ারম্যান মোতালেব দেওয়ান বওলা ইউনিয়ন আ’লীগের আহবায়ক কাজী নাসিম প্রমুখ সহ উক্ত দুই ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ ও আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,উপস্থিত ছিলেন।