পাভেল মিয়া, বগুড়া জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন মৎস্যজীবী দলের সারিয়াকান্দি পৌর শাখা পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে বগুড়া জেলা শাখা মৎজীবী দল। গত ৪ মার্চ বগুড়া জেলা শাখার দাপ্তরিক পত্রে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বগুড়া জেলা শাখা মৎসজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল ও সদস্য সচিব মো.খলিলুর আহসানের স্বাক্ষরিত পত্রে সারিয়াকান্দি পৌর মৎস্যজীবী দলে সভাপতি পদে মো. কাঞ্চন প্রামানিক ও মো. ঘেরু প্রামানিককে সাধারণ সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ সাজাহান প্রামানিক, সবুজ প্রামানিক,আসাদুল প্রামানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. লিখন প্রামানিক, পলাশ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ও ফাইম ফকির প্রমুখ।