উদীচী রাজশাহী জেলা সংসদের আয়োজনে জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র, রুখে দাঁড়াও, পথে নামো, কন্ঠে ধরো “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” ব্যানার নিয়ে আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাইলো শিল্পীরা।
রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ’র সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক বিধান চন্দ্র সরকারের সঞ্চালনায় এ সময় সাধারণ সম্পাদক রণজিৎ কুমার দাস, সহ সভাপতি অজিত কুমার মন্ডল, আফতাব হোসেন কাজল, সহ সাধারণ সম্পাদক বিধান চন্দ্র সরকার, সংগঠন বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান সোনা, কোষাধ্যক্ষ সন্তোষ প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।এসময় জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহবান জানান তারা।