শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

মান্দায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি:
নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মান্দা উপজেলা শাখার আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী ও যুবদলের যুগ্ম আহ্বায়ক এ্যাড.মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন, মনগড়া ও তথাকথিত সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে “প্রতিবাদ সভা” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার সতিহাট এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন,যুবদল নেতা আব্দুল জলিল ও নুরুল ইসলাম দলকে ব্যবহার করে ব্যক্তিগত ফায়দা লুটার চেষ্টা করছেন। একই সাথে বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী ও যুবদল নেতা এ্যাড. মিজানুর রহমানের বিরুদ্ধে মনগড়া ব্যখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করে নিয়েছেন।

যা যুবদলের নেতা হিসাবে দলের মান ক্ষুন্ন করেছেন। এজন্য প্রতিবাদ সভায় দলীয় নেতৃবৃন্দ যুবদল নেতা আব্দুল জলিল ও নুরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসাথে দল থেকে বহিষ্কার করার দাবি জানান তারা।

প্রতিবাদ সভায়, মান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজুর সভাপতিত্বে ও সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামশুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন,মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু, সাবেক ইউপি চেয়ারম্যান বেলাল খাঁন,মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ্যাড.মিজানুর রহমান,শরিফুল ইসলাম বেলাল,সিদ্দিক হোসেন ও নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি দুলাল হোসেন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ

x
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com