কবিতাঃ সাংবাদিক
লেখকঃ মোঃ মাহমুদুল হাসান
কলম যখন নিয়েছিস তুলে তোর কোমল হাতে
সত্যকে স্থাপন কর ইতিহাসের বুকে।
সাংবাদিকতা এমন পেশা আছে তোর স্বাধীনতা
লিখতে হবে নীতির কথা থাকতে হবে নৈতিকতা,
সত্যের পক্ষে লিখতে গেলে আসতে পারে বাঁধা
বুক চিতিয়ে লড়তে হবে রুখতে হবে মিথ্যা প্রথা।
কলম কে অস্ত্র করে বাঁচতে হবে বীরের বেশে
থাকবে না তোর পিছু টান।
একদিন মানুষ গাইবে শুধু তোরি জয়ও গান!
কিসের এত ভয় ভীতি তুই তো বেটা বীরের জাতি
কলম দিয়ে লেখে যায় নিখুঁত কাহিনী
হউক না এবার অপরাধী যতো শক্তিশালী।