কবিতাঃ লড়তে হবে সবাই মিলে
লেখকঃ মোঃ মাহমুদুল হাসান
আমার বাংলা বন্দি কেনো সিন্ডিকেটের মাঝে?
সোনার বাংলা গড়বে বলে শপথ নিলো যে
সেই দেখি সিন্ডিকেটের মহারাজা সাজে।
স্বাধীনতা সীমাবদ্ধ বইয়ের বইয়ের পাতার মাঝে
আপনি আমি নইরে স্বাধীন অপশক্তি কাছে।
ভাষা আমার আছে ঠিকি বাকস্বাধীনতা হারাই গেছে
সত্যের পক্ষে কথা বললে মুখটা চেপে ধরে,
গুনী কত দেখলাম সোনার বাংলাদেশে
ক্ষমতা চেয়ারে বসে বিবেক বেচে সল্প মূল্যে।
সোনার বাংলা গড়তে হলে জাগতে হবে সবাই মিলে
অপশক্তির ঠাঁই হবে না আমার বাংলাদেশে।
বাংলাদেশে জন্ম আমার বাংলাদেশে মরব
শক্রর বিরুদ্ধে সবসময় বুক চিতিয়ে লড়বো,
৭১এর চেতনা বুকে রাখবো গেতে
কতজনে জীবন দিল স্বাধীন বাংলা পেতে
সে স্বাধীনতা রক্ষা করব আপনি আমি সবাই মিলে।