চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, একটি অপারেশন দল ২৮ জানুয়ারি ৩ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রসিক নগর গ্রামস্থ জনৈক মোঃ সাদেকুল ইসলাম, লাল মেম্বার পিতা মৃত মতিউর রহমান এর বাড়ীর সামনে ফাঁকা জায়গায় কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিল-১২৫ বোতল সহ আসামী মোঃ আমিনুল ইসলাম (২৯), পিতা-মোঃ এসরাইল হক, মাতা-মোছাঃ জামিলা বেগম, সাং-উপড়চাকপাড়া, ইউনিয়ন-শাহবাজপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি সীমান্তবর্তী চাকপাড়া এলাকা থেকে মাদক সংগ্রহ করে, সদর এলাকায় হস্তান্তর করার উদ্দেশ্যে রওনা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে শিবগঞ্জ থানাধীন রানিহাটি থেকে গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।