পাভেল মিয়া, বগুড়া জেলা প্রতিনিধি: সারিয়াকান্দি ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান দিপুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারিয়াকান্দি উপজেলার নেতৃবৃন্দ।
বুধবার (২৮ আগষ্ট) দুপুর ১টা ৩০ মিনিটে নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সারিয়াকান্দি ডিগ্রি কলেজে প্রথম জানাজা এবং দিত্বীয় জানাজা হাটশেরপুর ইউনিয়নে নিজ বলাইল গ্রামে অনুষ্ঠিত হয়।পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তার এই অকাল মৃত্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকে সাকিব হোসেন,আয়মান শাহরিয়ার,ইয়াসির আরাফাত,বায়েজিদ বোস্তামী,সালাম, রাকিবুল হাসান,সৌরভ, নূরনবী, সোহাগ, সুমাইয়া,পাখি আক্তার গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।