পাভেল মিয়া, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সারিয়াকান্দি ডিগ্রী কলেজের হলরুমে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও আয়মান শাহরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মুনজুর মোর্শেদ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক লাবলু,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকে বায়েজিদ বোস্তামী, সালাম, রাকিবুল হাসান,সৌরভ, নূরনবী, সোহাগ সূচনা আক্তার প্রমুখ।
পরে আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র কলেজের প্রভাষক আনিছুর রহমান।