পাভেল মিয়া, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ ও অন্যান্য সামগ্রী বিতরণ করেছে বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৭ আগষ্ট) বেলা সাড়ে ১২ টায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল রশিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বগুড়া জেলা কার্যালয়ের দূর্নীতি দমন কমিশন উপসহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী জাকিউল আলম ডুয়েল,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বাদশা,দিলীপ কুমার সাহা, সদস্য রফিকুল ইসলাম, সাংবাদিক পাভেল মিয়া, ফজলে রাব্বি প্রমুখ।
দুর্নীতি প্রতিরোধে আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত ছাতা, টিফিন বক্স, ওয়াটার পট, খাতা, স্কেল,পার্স ব্যাগ, কলমদানি,জ্যামিতি বক্স বিতরণ করা হয়।