পাভেল মিয়া, বগুড়া জেলা প্রতিনিধি: সারিয়াকান্দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় বায়তুল মাল বিষয়ক সম্পাদক ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন।
গতকাল সোমবার (২৬ আগষ্ট) সকাল ১০টায় সারিয়াকান্দি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত রুকন সম্মেলনে উপজেলা জামায়াতের (ভারপ্রাপ্ত) আমির অধ্যাপক মাওলানা মোঃ ইকবাল হোসেন মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন- জামায়াতের রুকনদের কোরআন হাদিস ভিত্তিক জীবন পরিচালনা করে সংগঠনের প্রতি আনুগত্যের সর্বোচ্চ দৃষ্টান্ত দেখাতে হবে। জামায়াতে ইসলামীর নেতাকর্মী সকলকে উপজেলার প্রতিটি গ্রাম মহল্লায় ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে, এমনকি প্রতিটি পরিবারের নিকট ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। তিনি বলেন, দেশের মুসলিম অমুসলিম সকলের বিপদ-আপদে মানুষের পাশে থাকতে হবে। তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের বগুড়া অঞ্চলের কেয়ারটেকার টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও ওলামা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল বাছেদ, জেলা কর্ম পরিষদ সদস্য ও প্রচার সম্পাদক অধ্যাপক জহুরুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, জেলা শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা অধ্যাপক আব্দুল ওয়াহাব, জামায়াতের উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম, এনামুল হক চন্দনী, সাদিকুল ইসলাম স্বপন, মাওলানা রেজাউল করিম, রবিউল ইসলাম সিদ্দিকী, ডা. নজির আহমেদ, বনি আমিন, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।