পাভেল মিয়া, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা মৌজার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির বসতভিটা কোর্টের নিষেধাজ্ঞা কে অমান্য করে আম গাছ কর্তন করে জোর পূর্বক জমি জবর দখলের চেষ্টা করেন ঐ এলাকার নুরনবীর ছেলে মো. শুভ গং। এ বিষয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে গত ২২-০৮-২৪ তারিখে থানায় লিখিত অভিযোগ করেন শাহাদৎ প্রামানিক। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, দেবডাঙ্গা মৌজায় জেএল নং-১৮০, সিএস খতিয়ান নং-১৭৭, এম.আর.আর খতিয়ান নং-২৩০, ডিপি খতিয়ান নং-১৪০৪, ১৫৪৩, সাবেক দাগ নং-১২২২,১২২৩, হাল দাগ নং-৫৪০৫, ৫৪০৬, ৫৪০৮, ৫৪০৯, ৫৪১০ তে ১.৭৭ একরের কাতে ১.০০ একর জমি দাদার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি। বর্নিত সম্পত্তির ওয়ারিশসুত্রে উক্ত সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিতে থাকে। বর্নিত সম্পত্তির ভোগ দখলের বিষয় ঝামেলা সৃষ্টি হলে দাদা মোঃ কাশেম আলী বাদী হয়ে মোঃ মোসলেম আলী দিংগনের বিরুদ্ধে জেলা বগুড়ার সারিয়াকান্দি সহকারী জজ আদালতে মোকদ্দমা নং-৫২/২০২২ (বন্টন) দায়ের করে। আদালতে বর্নিত সম্পত্তিতে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। বিবাদীগন বিভিন্ন সময় বিভিন্নভাবে জোর করে দখলের পায়তারা করতে থাকে। গত ২১/০৮/২০২৪ তারিখ সকাল অনুমান ০৮.০০ টায় বিবাদীগনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন হাতে লাঠি, ধারালো হাসুয়া, দা নিয়ে জমিতে এসে লিচু গাছ এন্ট্রিকড়ই, কলা, কাঁঠাল, আম গাছ কাটিয়া জমি পস্কিার করিয়া জমিতে ঘর তৈরীর কাজ শুরু করে। শাহাদৎ হোসেন সংবাদ পেয়ে জমিতে গেয়ে গাছ কাটতে বাধা দিলে তাহার উপর ক্ষিপ্ত হয়। এবং ধারালো হাসুয়া দেখিয়ে কাজে বাধা দিলে হত্যার হুমকি দেয়।
এ বিষয়ে অভিযুক্ত শুভ মিয়ার নিকট জানতে চাওয়া হলে তিনি জমিতে নিষেধাজ্ঞা আছে বলে পরে জানতে পারি।
সারিয়াকান্দি থানার এ এস আই জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে পরিদর্শন করে তাদেরকে আদালতের নিষেধাজ্ঞার কথা বলেন, এবং কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন।