পাভেল মিয়া, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার (২৬ আগষ্ট) আনন্দ শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরে গিয়ে শোভা যাত্রাটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ সভাপতি প্রভাত কুমার সাহা, সহ-সভাপতি দিলীপ কুমার সাহা, সুনীল কুমার প্রামানিক, সাধারণ সম্পাদক নিরাঞ্জন কুমার সরকার, সহ সাধারণ সম্পাদক নয়ন কুমার রায়,শিপলু কুমার প্রামানিক, সহদেব রবিদাস প্রমুখ।