রাজশাহীর বাঘায় এক রাতে তিনটি মন্দির ভাংচুর করা হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) ভোর রাতের দিকে মন্দির গুলোর প্রতিমা ভাংচুর করা হয়। এ সময় স্থানীয়রা টের পেয়ে মন্দির ভাঙ্গা অবস্থায় এক যুবককে আটক করে সেনাবাহীনী ও পুলিশের হাতে সোপর্দ করে।
জানা গেছে, বাঘা পৌরসভার নারায়নপুর সড়কঘাট গ্রামের জমসেদ আলী ছেলে বাপ্পি হোসেন (১৮) শুক্রবার ভোরে লোহার পাইপ নিয়ে পাকুড়িয়ার পালপাড়া, ঘোষপাড়া এবং কলিগ্রামের পুন্ডরীপাড়া মন্দিরের তালা ভেঙ্গে মন্দির ও প্রতিমা ভাংচুর করে। আটক বাপ্পি হোসেন স্থানীয় এক মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।
এ বিষয়ে কলিগ্রাম পুন্ডরীপাড়া মন্দির কমিটির সভাপতি অরুন সরকার বলেন, শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে মন্দির ভাংচুর করা হয়েছে বলে আমাকে খবর দেওয়া হয়। আমি স্থানীয়দের সাথে নিয়ে মন্দিরের দিকে এগিয়ে গিয়ে জানতে চায়। তখন সে চুপ হয়ে যায়। এ সময় তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে ও সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক তিনটি মন্দির পরিদর্শন করা হয়েছে। আটক ব্যক্তির শাস্তির দাবি করছি।
এ বিষয়ে বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, মন্দির ভাংচুরের বিষয়ে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কলিগ্রাম পুন্ডরীপাড়া মন্দির কমিটির সভাপতি বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এছাড়া এর সাথে আরও কে বা কারা জড়িত রয়েছে, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।