কবিতা: ইতিহাস থেকে মুছবে না
লেখক: মো: মাহমুদুল হাসান
এদেশ একবার স্বাধীন হয়েছে
আর সে স্বাধীনতা এসেছে ১৯৭১ সালে
সে স্বাধীনতার মহা নায়ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
যারা বলে ২০২৪ এসে দেশ স্বাধীন হয়েছে
আমি বলবো সে স্বাধীন দেশের নাম কি দিবে?
মানচিত্রে কি তার আয়তন বাড়বে?
২০২৪ এসে সাতজন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য ভেঙ্গে দিলে
কোন দল করেছিল তারা ১৯৫২ সালে?
আজ আমি লজ্জিত গোটা বিশ্বের কাছে
কিভাবে পরিচয় দিবো আমি বাঙালি বলে?
এত সহজে মুছে দিবে তাদের স্মৃতি বাংলার জমিন থেকে?
ইতিহাস থেকে তাদের স্মৃতি মুছবে কি করে?
তাদের স্মরনে প্রতিবছর গোটা বিশ্ব ২১শে ফেব্রুয়ারি পালন করে।
এখন একদল লোক বলবে আমি কোনো না কোনো দলের এজেন্ট
আমি বলি এটা আমার নিখুঁত কলম আর বিবেক।
শিক্ষিত হওয়ার আগে মনুষ্যত্ব অর্জন করো
নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে কি হবে?
যদি আপনার আমার মধ্যে মনুষ্যত্ব না থাকে
যে জাতি ইতিহাস আর সংস্কৃতি এক করতে পারে না
সে জাতি কোনো দিন উন্নতি সাধন করতে পারে না।