জনপ্রিয় সংগীত শিল্পী মাসুম বিল্লাল ফারদিন। গান দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। পাশাপাশি কাজ করছেন সিনেমা ও নাটকে।গান অভিনয় নিয়ে ব্যস্ততা থাকলেও তার পাশাপাশি সময় দিচ্ছেন সামাজিক বিভিন্ন সংগঠনে।
সম্প্রতি তিনি গনদলের সাংগঠনিক সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন। এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। দলটির মহাসচিব আবু সৈয়দ এবং দলটির চেয়ারম্যান সাক্ষরিত এই বিজ্ঞপ্তিপিত্রে বিষয়টি নিশ্চিত করেন। গনদল জাতীয়তাবাদী দল ‘বিএনপি’ এর ২০ দলীয় জোটের একটি দল।
মাসুম বিল্লাল ফারদিন বলেন, আমি কৈশোর থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। মানুষের জন্য জন্য সবসময় কাজ করতে চাই। ধন্যবাদ জানাই দলটির মহাসচিব এবং চেয়ারম্যানকে। আমাকে মানুষের জন্য কাজ করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।
উল্লেখ্য,তার অভিনীত তামিল চলচ্চিত্র ‘সুলতান’ওটিটিতে খুব শীগ্রই মুক্তি পাবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি আরও জানান বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ এবং চলচ্চিত্রে গানের কাজ করছেন বলে জানিয়েছেন।