পাভেল মিয়া, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এর পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৯ ই আগষ্ট)বেলা ১২ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে নিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ের নতুন ভবনের সামনে বৃক্ষরোপণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ,অতিরিক্ত কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম,সছাত্র সমন্বয়ক সাকিব হোসেন, ইয়াসির আরাফাত, আয়মান শাহরিয়ার, বায়োজিদ বোস্তামী, সালাম, রাকিবুল হাসান রবিন,ডিকন, সৌরভ, সোহাগ, নূরনবী, সুমাইয়া, পাখিসহ সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় ফলজ বনজ ও ঔষধী বৃক্ষরোপণ করা হয়।