পাভেল মিয়া, বগুড়া জেলা প্রতিনিধি: সারিয়াকান্দিতে বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনসাধারণের সাথে জনসংযোগ করেছেন।
গতকাল শনিবার দুপুরে সারিয়াকান্দি সদরের স্থানীয় বালিকা বিদ্যালয় মোড়ে পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনির সভাপতিত্বে পথসভায় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু,সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম তুপুল, বিএনপি নেতা ইকবাল কবির পলাশ, মেহেদী হাসান সুফল, লাল মাহমুদ লাল, ইলিয়াস আলী, ফরহাদূন নবী মামুন,সাইফুল ইসলাম পুটু,আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি, পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান সৈকত, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাঙা, পৌর ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম রিপনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম উপজেলার হাটফুলবাড়ি, দেবডাঙ্গা, কুতুবপুর,কড়িতলা ও জোড়গোছায় পৃথক পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।