খুলনা পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকে হিন্দু সম্প্রদায়কে প্রতিপক্ষ বানাতে একটি চক্র অপপ্রচারে লিপ্ত। হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে ভাংচুর, লুপট ঘটনা দেখিয়ে সম্পাদক এসএম এনামুল হকের বিরুদ্ধে আনীত অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার খালিয়ারচক গ্রামের পতিরাম মন্ডলের ছেলে শিবপদ মন্ডল এ সংবাদ সম্মেলন করেন।
শিবপদ এর ব্যবসা প্রতিষ্ঠান সততা ফিস কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এসএম এনামুল হক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি আমাদের ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান। গত ৫ই মে সরকারের পট পরিবর্তনের পর আমার বাড়ীতে একদল উচ্ছৃঙ্খল যুবক ভাংচুর ও তান্ডব চালায়। তারা বহিরাগত হওয়ায় কাউকে সনাক্ত করতে পারিনি। এনামুল চেয়ারম্যান থাকাকালীন সময় থেকে আজও পর্যন্ত আমাদের হিন্দু সম্প্রদায়কে আশ্রায় দিয়ে রাখছেন। ভাংগা ভাংচুরকালে আমরা সাবেক চেয়ারম্যান এনামুলের সাহায্য সহযোগিতা পেতে তার সাথে যোগাযোগ করলে জানতে পারি তিনি পৌর সদরে প্রশাসনের সাথে মতবিনিময়ে রয়েছে। আমি বিশ্বাস করি রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে দুরে সরিয়ে রাখার জন্য তার প্রতিপক্ষরা এ অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এ অপতৎপরতা বন্ধ করা না হলে আমরা সংখ্যালঘু সম্প্রদায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আবারও কর্মসুচী পালণ করতে বাধ্য হবো। এনামুল আমাদের শেষ আশ্রায়স্থল। এখানে কোন প্রকার আঘাত করা হলে আমরা তা মেনে নেবোনা। এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।