পাভেল মিয়া, বগুড়া জেলা প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসেবে সারাদেশের ন্যায় ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় পৌর শহরের থানা মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে উপজেলা জাসাসের সভাপতি আব্দুল রাজ্জাক রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মাসুদুর রহমান হিরু মন্ডল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন,সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টু, পৌর জাসাস সভাপতি মোমিন আকন্দ, সহ-সভাপতি রহিদুর রহমান মিলন,উপজেলা ছাত্রদলের সহসভাপতি মোস্তফা মামুন প্রমুখ।