পাভেল মিয়া,বগুড়া জেলা প্রতিনিধি: গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ দেওয়ায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে একটি বিক্ষোভ মিছিল মাদ্রাসা মোড় থেকে শুরু করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুহিদুল ইসলাম মুন্সির সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি,পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, উপজেলা যুবদলের ১নং আহ্বায়ক লিটন মাহমুদ, উপজেলা যুবদলের সদস্য আব্দুল মোমিন, যুবনেতা আবু জাফর,ফুলবাড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছামছুল আলম,ভেলাবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক টিটু, কুতুবপুর ইউনিয়ন আহ্বায়ক মাহবুব প্রমুখ। পরে সেখানে পথসভায় যুবদলের নেতারা সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেন।