সারা দেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় সিমিত পরিমানে রুটিন মোতাবেক কার্যক্রম শুরু হয়েছে।
অন্তবর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার ঘোষণা মোতাবেক সোমবার দেশের সকল থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজে যোগদানের নির্দেশনা দেয়া হয়।
সে মোতাবেক নাগেশ্বরী থানায় সকল পুলিশ সদস্য কাজে যোগদান করেন। নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ তদন্ত সারোয়ার পারভেজ জানায়, সিমিত পরিমানে রুটিন মোতাবেক আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা অফিসেই ছিলাম, শুধু কার্যক্রম বন্ধ ছিলো। আমারা জানতে পারি আমাদের দাবি দাওয়া পর্যায়ক্রমে মানা হবে, তাই আজ থানার সকল সদস্য কাজে যোগ দিয়েছে।
তবে নাগেশ্বরী বাসস্ট্যান্ডে কোন ট্রাফিক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। এ ব্যপারে বলেন, এটা জেলা থেকে নিয়ন্ত্রণ করা হয়। এরপরেও আমরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যোগাযোগ করেছি।