নওগাঁর মান্দায় বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন।নিহত বিএনপি কর্মীর নাম রমজান আলী (৭০)। তিনি সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও পরানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।
নিহতের ছেলে সামছুল ইসলাম বলেন, আমার বাবা রমজান আলী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে প্রতিবেশী আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলাম, আবুল কালাম ও আবদুর রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে সামান্য বিষয় নিয়ে প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলামের নেতৃত্বে আবুল কালাম ও আবদুর রাজ্জাক আমার বাবাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত বিএনপি কর্মীর নাম রমজান আলী (৭০)। তিনি সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও পরানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।
নিহতের ছেলে সামছুল ইসলাম বলেন, আমার বাবা রমজান আলী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে প্রতিবেশী আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলাম, আবুল কালাম ও আবদুর রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে সামান্য বিষয় নিয়ে প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলামের নেতৃত্বে আবুল কালাম ও আবদুর রাজ্জাক আমার বাবাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।