গরুর চুরির এক মামলায় ৩ বছরের সাজা হয় আব্দুল কাদির (৫০)।সেই সাজা এড়াতে ১০ বছর পলাতক ছিলেন তিনি।অবশেষে শুক্রবার (২৭ জানুয়ারি) গভীর রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকার আমবাগ থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
শনিবার (২৮ জানুয়ারি) ময়মনসিংহ কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
আব্দুল কাদির উপজেলার খারুয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত হযরত আলীর পুত্র।
নান্দাইল মডেল থানা সূত্রে জানা যায়, বেশ কয়েকটি গরু চুরির ঘটনায় জড়িত থাকায় ২০১৩ সালে আব্দুল কাদিরের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি মামলা হয়।মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।জামিনে এসে আত্নগোপন চলে যায় আব্দুল কাদির।পরে আর আদালতে হাজিরাও দেয়নি।
এদিকে তার অনুপস্থিতিতে শুনানি শেষে আদালত আব্দুল কাদিরকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর সাজাপ্রাপ্ত আব্দুল কাদিরের খোঁজে মাঠে নামে পুলিশ।শুক্রবার গভীর রাতে কোনাবাড়ীর আমবাগের একটি চা দোকান থেকে তাকে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।