বোচাগঞ্জে রবীন্দ্র-নজরুল মঞ্চ ও জাতীয় চারন কবি উৎসবের উদ্বোধন

- আপডেট সময় : ০৮:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৪২৪ বার পড়া হয়েছে

বোচাগঞ্জ উপজেলায় শিল্প সংস্কৃতির প্রসারে রবীন্দ্র-নজরুল মঞ্চ এবং ৩ দিনব্যাপী জাতীয় চারন কবি উৎসবের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) দিনাজপুরের বোচাগঞ্জে রবীন্দ্র-নজরুল মঞ্চ প্রাঙ্গণে বিকাল ৪ টায় উদ্বোধন করা হয়।
৩ দিনব্যাপী এই কবি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও জাতীয় চারন কবি সংঘের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
জাতীয় চারন কবি সংঘের সভাপতি এম এ কুদ্দুস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্ষিতিশ চন্দ্র সরকার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, সাংবাদিক আব্দুস সাত্তার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কবি উৎসব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপভোগ করেন।