সপরিবারে দেশ ছেড়ে ভারতে গেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
গোয়েন্দা ও দলটির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মেয়র লিটন শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও জেলহত্যায় নিহত এএইচএম কামারুজ্জামানের ছেলে।
দলীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পতনের দিনগত রাতেই খায়রুজ্জামান লিটন গোপনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।এর আগের দিন যান মেয়র লিটনের স্ত্রী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিন আকতার রেনী এবং ছোট মেয়ে।
সূত্র আরও জানায়, প্রায় ২০ দিন আগে মেয়র লিটনের বড় মেয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আনিকা ফারিহা জামান অর্ণা ও তার স্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহকারী অধ্যাপক রেজভি আহমেদ ভূঁইয়া থাইল্যান্ড চলে গেছেন বলে জানা গেছে।
সুত্র: জাগো নিউজ