পাভেল মিয়া, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বিশাল বিজয় মিছিল করেছে বিএনপিসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (০৮ আগস্ট) বিকেলের দিকে একটি বিজয় মিছিল পাবলিক মাঠ থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর আগে পাবলিক মাঠে এক সমাবেশে উপজেলা বিএনপি সভাপতি এ্যাডঃ নূর-এ-আজম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আতাউল রহমান, উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি কাজী জাকির হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি,সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, মহিদুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা,যুবদল নেতা লুৎফর রহমান বাধন,পৌর বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মোস্তফা মামুনসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।