পাভেল মিয়া, বগুড়া জেলা প্রতিনিধি: সারিয়াকান্দিতে পৌর শহরের বিভিন্ন সড়কে যান চলাচলে শৃঙ্খলা আনতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন উপজেলা রোভার স্কাউটস সদস্যরা। বুধবার সকাল থেকে তাদেরকে দায়িত্ব পালনরত অবস্থায় পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে দেখা যায়। মেইন রোডের তিনমাথা মোড়, মুক্তিযোদ্ধা মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রোভার স্কাউটসের সদস্যরা ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার কাজ করছেন। ফলে ভোগান্তি ও যানজট থেকে রক্ষা পাচ্ছে শহরবাসী। দায়িত্বরত এক রোভার স্কাউট জানান, ‘উপজেলা রোভার স্কাউটস থেকে আমাদের বলা হলে স্বেচ্ছায় কাজ করার জন্য আসছি। তরুণ সমাজের একজন হিসেবে দেশের প্রয়োজনে কিছু করতে চাই।অপরদিকে,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি) সদস্যরা সারিয়াকান্দি থানার নিরাপত্তায় মুল ফটকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।