পাভেল মিয়া, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বিজয় মিছিল করেছে বিএনপিসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (০৬ আগস্ট) বিকেলের দিকে একটি বিজয় মিছিল মাদ্রাসা মোড় থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর আগে বেশ কয়েকদিন ধরে চলা বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফা দাবির মুখে সোমবার (০৫ আগস্ট) পদত্যাগ করেন শেখ হাসিনা।