পাভেল মিয়া, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে একরাতে বরেন্দ্র প্রকল্পের ছয়টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এই ঘটনায় সারিয়াকান্দি থানায় পৃথকভাবে দুইটি অভিযোগ দিয়েছেন ডিপটিউবয়েলের মালিক চাঁদ মিয়া (৭০) এবং শহিদুল ইসলাম।
শুক্রবার একই সময়ে গভীর রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কাটাখালি এলাকা থেকে চাঁদ মিয়ার ৩টি ও রামনগর এলাকা থেকে শহিদুল ইসলামের ৩টি একই কায়দায় নাইট গার্ডের হাত পা বেঁধে ট্রান্সফরমারগুলো চুরি করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী কর্তৃক ডিপ টিউবওয়েল ফুলবাড়ী মৌজায় জেএল নং-১৭৮, দাগ নং-৮৬৩৪ এর উপর অবস্থিত। ০২/০৮/২০২৪ তারিখ দিবাগত রাত্রীতে আব্দুস সালামের ছেলে মোঃ সাব্বির হোসেন, মোহাম্মদের ছেলে মোঃ বিটল মিয়া পাহারা দিতেছিল। ০৩/০৭/২০২৪ তারিখ রাত্রী অনুমান ০১.৩০ ঘটিকায় দিকে অজ্ঞাতনামা বিবাদীরা বর্নিত ডিপ টিউবওয়েলে বিদ্যুৎ এর পোল হইতে ১০ কেবির ০৩টি ট্রান্সফরমার নামিয়ে ভিতর হইতে কয়েল বের করার সময় পাহারাদার সাব্বির ও বিটল টের পাই। টের পাইলে তাদের হাত পা বেঁধে বিবাদীগন ০৩ টি ট্যান্সফরমার কয়েল ও যাওয়ার সময় ঘর হতে ১টি বাটন মোবাইল ফোন নিয়ে যায়। ফুলবাড়ি মৌজায় ব্রাক অফিস সংলগ্ন দাগ নং- ১০৪৮১ অবস্থিত শহিদুল ইসলামের ৩টি ট্যান্সফরমার কয়েল খুলে চুরি করে নিয়ে যায়। এছাড়াও বিভিন্ন জায়গায় একই কায়দায় ট্যান্সফরমার চুরির হিড়িক চলছে বলে জানা গেছে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।