বন্দর নগরী চট্টগ্রামের পাথরঘাটায় অবস্থিত ১৪০ বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ২৮ জানুয়ারি শনিবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার শিল্পী সেলিন কস্তা (আরএনডিএম) এর সভাপতিত্বে শিক্ষিকা সোমা চক্রবর্তী ও নিবিশা ইমতিয়াজের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সিস্টার অসীমা স্কলাস্টিকা রিবেরু (আরএনডিএম)।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ শাখা কোঅর্ডিনেটর সিস্টার বৃন্তা রেমা (আরএনডিএম)।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি কামনাশীষ ভট্টাচার্য, কলেজের প্রভাষক মোহাম্মদ রকিব উদ্দীন, রাহাত পারভীন, রাজিব কুমার চক্রবর্তী, মৈত্রী নন্দী, ওমর ফারুক সিদ্দিকী, সাবিত্রী তালুকদার, সুরজিত পাল, শাওন কান্তি দে, শুভাশীষ চৌধুরী ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খোশ আফরোজা আক্তার।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ সিস্টার শিল্পী সেলিন কস্তা (আরএনডিএম) বলেন, দেশ ও জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই।তাই শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি কঠোর মনোযোগ দিতে হবে।আমি বিশ্বাস করি এ কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা সুশিক্ষা ও শৃঙ্খলাবোধ অর্জনের মধ্য দিয়ে প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে দেশ ও সমাজের উন্নয়নের পাশাপাশি এ কলেজের সুনাম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে এই প্রত্যাশা করি।