নবীনদের বরণ করে নিল ইবি’র সিওয়াইবি

- আপডেট সময় : ০৮:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ১২৭ বার পড়া হয়েছে

খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা তরুণ ভোক্তাদের সংগঠন কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সামনে এই আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল হক মিরাজ।পরে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।এসময় কয়েকজন নবীন সদস্য তাদের অনুভূতি ব্যক্ত করেন।
সংগঠনটির অর্থ সম্পাদক গোলাম রাব্বানির সঞ্চালনায় ভোক্তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে বক্তব্য রাখেন সহ সভাপতি আল আমিন হোসেন, অভিযোগের পদ্ধতি ও প্রতিকার সম্পর্কে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান এবং ভোক্তা অধিকার আইন সম্পর্কে বক্তব্য রাখেন আইন সম্পাদক নওরীন নুসরাত স্নিগ্ধ।
সমাপনী বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি শাহেদুল ইসলাম।পরে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।