বগুড়ার সারিয়াকান্দিতে অসহায় দুস্থ ১৮ টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ঢেউটিন বিতরণ আয়োজনে পরিষদ কার্যালয়ে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান ১৮টি পরিবারের মাঝে এগুলো বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা মোঃ তারিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার, চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী হিরো, চালুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।