বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সম্প্রতি যোগদানকৃত সহকারী শিক্ষকদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় কালিগঞ্জ শিক্ষক সমিতির হলরুমে সংগঠনের সভাপতি এসএম গোলাম রহমানের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক প্রশান্ত ব্যানার্জী, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক বিধান চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, কৃষি ব্যাংক কর্মকর্তা আব্দুল আজিজ, দিলীপ কুমার প্রমুখ।
সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহীনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলার সহকারী শিক্ষকের শূন্যপদে ও প্রাক প্রাথমিক শিক্ষক হিসেবে সম্প্রতি যোগদানকৃত ৭৬ জন শিক্ষককে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
এ সময় তাদের মাঝে ছুটির তালিকা, প্রাথমিক শিক্ষার তথ্যপত্র ও মিষ্টি বিতরণ করা হয়।