বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের খেলা বিকাল ৩ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়েছে।
নিজ ভেন্যুর খেলায় ফর্টিস এফসি লিঃ ও বাংলাদেশ ফুটবল এফসি ১-১ গোলে ড্র করে স্ব অবস্থানে রয়ে গেলে।
খেলার প্রথমার্ধের ৩৭ মিনিটের মাথায় দলীয় অধিনায়ক সাখাওয়াত হোসেন সুযোগ পেয়ে বল জালে ঢুকায় ফলে তারা এগিয়ে যায় কিন্ত বাংলাদেশ পুলিশ এফসি এর খেলোয়াড় ভেনিজুয়েলার ফুটবলার ইদওয়ারদ ইনরিকিউ সুযোগ পেয়ে ৪০ মিনিটের মাথায় গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে।যার ফলে প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়।
দ্বিতীয়ার্ধে উভয় দলই অনেক সুযোগ পেলেও শেষ পর্যন্ত জালে ভেদ করতে না পারায় রেফারী শেষ বার্শি বাজিয়ে মাঠ ছাড়েন।
পয়েন্ট তালিকা অনুযায়ী বাংলাদেশ পুলিশ ৭ খেলায় ৯ পয়েন্ট পেয়ে ৪র্থ স্থানে ও ফর্টিস এফসি লিঃ ৬ খেলায় ৭ পয়েন্ট পেয়ে ৬ষ্ঠ স্থানে এগিয়ে গেল।
এছাড়াও শেখ রাসেল ৬ খেলায় ৭ পয়েন্ট পেয়ে ৭তম স্থানে ও মুক্তিযোদ্ধা ৭ খেলায় ৭ পয়েন্ট পেয়ে ৭তম স্থানে থেকে গেল।
এই লীগের খেলা আগামী ১০ ফ্রেরুয়ারী অনুষ্টিত হবে আর ওইদিন ফর্টিস এফসি ও শেখ রাসেল এফসি লিঃ অংশ নেবে।