আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের নান্দাইলে খড়িয়া রাহিমা আক্তার মডেল একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।এতে স্কুলের প্লে শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীরা অংশ নেয়।
শনিবার (২৮ জানুয়ারি) বীরবেতাগৈর ইউনিয়নের খড়িয়া রাহিমা আক্তার মডেল একাডেমী মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
রাহিমা আক্তারের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাত্তর পোস্ট এর নান্দাইল প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ আমিনুল হক বুলবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম, রাহিমা আক্তার মডেল একাডেমীর পরিচালক প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম হিমেল,স্থানীয় ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল মির্দা প্রমুখ।
সকালে ১০ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলনের পর শুরু হয় শ্রেণিভিত্তিক ও ছাত্রছাত্রীদের পৃথক ক্রীড়া প্রতিযোগিতা।
বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, বিস্কুট দৌড়, ব্যাঙ দৌড়, মার্বেল দৌড়, মোরগের লড়াই, নৃত্য পরিবেশন প্রভৃতি।
বিকালে ক্রিড়া প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।