উপজেলা শিক্ষা অফিসার প্রয়াত রেজাউল হক বাবলুর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার রাতে সুজানগর প্রেসক্লাবে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুজানগর স্বজন সমাবেশের সভাপতি অধ্যক্ষ নাদের হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চুর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন আব্দুল কাদের রোকন, ইস্কেন্দার আলী, জালাল উদ্দিন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, আব্দুস শুকুর,শফিকুল ইসলাম বাবু খান, আব্দুস সালাম, সাইদুর রহমান বাদশা ও সুজানগর স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
স্মরণসভায় সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সমাজসেবক, আমজাদ হোসেন, শ্রী প্রণব কুমার, ইমদাদুল হক বাকাঁ, সিরাজুল ইসলাম, আব্দস সালাম ডাব, আবু বক্কার, আতাহার আলী, শ্রী সুব্রত কুমার কুন্ডু, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের সহ সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার-প্রকাশনা সম্পাদক শাহীনুর রহমান শাহীন, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম যাদু, দফতর সম্পাদক ফিরোজ রানা, সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান আতিক,পাঠচক্র সম্পাদক আলামিন শেখ, কার্যকরী সদস্য আসলাম হোসেন, জাহিদুল হাসান রোজ ও প্রয়াত রেজাউল হক বাবলুর একমাত্র ছেলে সাজিদ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পুকুরপাড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু ইউসুব।