স্বদেশ প্রতিদিন পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান আল আমিন হোসেনের পিতা আফসার আলী (৫৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
আজ শনিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর দক্ষিণপাড়া নিবাসী আফসার আলী গতকাল শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাত ১০টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।