গলাচিপায় হরিপদ পালের মৃত্যুতে গভীর শোক

- আপডেট সময় : ০৪:৫৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় বিশিষ্ট ব্যবসায়ী মন্টু পালের বাবা হরিপদ পালের মৃত্যুতে সকল মহলের শোক।
সনামধন্য ব্যবসায়ী হরিপদ পাল (১০৬) হচ্ছেন গলাচিপা পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড সদর রোডের মৃত. জিতেন্দ্র মোহন পালের ছেলে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সকাল ৭টা ১৫ মিনিটে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি), গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান হাজী মজিবর রহমান, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা বণিক সমিতির সভাপতি মো. শাহজাহান হাজী, সাধারণ সম্পাদক তাপস দত্ত, কালিবাড়ী কমিটির সভাপতি দিলিপ বণিক, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
ওই দিন বিকাল ৩ টায় কুটিয়াল পট্টি কেন্দ্রীয় শ্মসানে তার দাহ কার্য সম্পন্ন হয়েছে বলে পারিবারিকভাবে জানা যায়।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গলাচিপার সকল নেতাকর্মী সহ সাধারণ মানুষ গভীর সমবেদনা জানিয়েছেন।