সিরাজগঞ্জ তাড়াশে আজিমনগর কারিগরি স্কুল এন্ড কলেজের শিক্ষক মাসুদ রানার (৩৫) বিরুদ্ধে ভ্যান চালককে হেলমেট দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে।
গত বুধবার (২৫ জানুয়ারী) বিকেলের দিকে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের চকপাড়া এলাকা দিয়ে শিক্ষক মাসুদ রানা মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রাস্তার সাইড না দেওয়া একই গ্রামের মুনজিন হক সরদার (৪৫) নামে এক ভ্যান চালককে হেলমেট দিয়ে মারধর করে আহত করে।তিনি কথা বলতে পারে না।
এ ঘটনা জানার পরে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।একজন শিক্ষক হিসেবে একটা ভ্যান চালককে মারধর করে আহত করা ঠিক হয়নি।
আহত ভ্যানচালকের চাচা আল মামুন অভিযোগ করে জানান,গত বুধবার বিকেল ৪টার দিকে মুনজিল হক ভ্যান নিয়ে কুন্দইল গ্রামের চকপাড়া এলাকা দিয়ে যাচ্ছিল।একই রাস্তা দিয়ে শিক্ষক মাসুদ রানা মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রাস্তায় সাইড দিতে দেরি হওয়া মোটর সাইকেল থামিয়ে ভ্যানচালক আমার ভাতিজা মুনজিল হককে হেলমেট দিয়ে মাথায় আঘাত করে মারাত্মক আহত করে।পরে আহত ভ্যান চালককে স্থানীয়রা উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি এখনও হাসপাতালেই চিকিৎসায় রয়েছেন।
তবে শিক্ষক মাসুদ রানা মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন,ভ্যানচালককে মারধর করা হয়নি।আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।