প্রতিচ্ছবিতে তোমায়
– মোঃ মাহাবুল্লাহ হাসান-
হও কল্যাণী,
রুপে নহেই গুণ,
কর্মঠ ত্যাগেই পরম সুখের ক্ষন।
তিক্ততার শিখড়ে মধুময় শুধু মন,
চেয়ে দেখে সকলেই অপরূপ সেই জন।
হও কল্যানী নবীন ভোরে,
যাতে তুমি থেকো জীবন ধরে।
ভেবে দেখো একদিন পাবে সে ফিরে,
যদি হও ভালবাসার প্রকৃতির ধরে।
খেও না বাতাস, ছেড়েও না ক্লেশ,
নহে তুমি হয়ে যাবে শেষ।
সুদর্শন পথে রাখিও তোমায়,
যেন ভৈরবী তুমি কল্যাণীময়।
শোভিত এক অনক্ত ভালবাসায়,
তৃনের মতো রাখিও পরম আশায়।