তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ব্যবহার হ্রাসে প্রতিবছর ৩১ মে পালন করা হয় বিশ্ব তামাকমুক্ত দিবস।
এরই ধারাবাহিকতায় সরকার কর্তৃক নির্ধারিত “তামাক কোম্পানীর হন্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” স্লোগানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের পূর্বেই বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণার বাস্তয়ানের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এর স্বাস্থ্য বিভাগের আয়োজনে ৩০ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
দিবসের আলেচনায় প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশন এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও তামাক নিয়ন্ত্রন কমিটির ফোকাল পার্সন, ডা: এফ.এ. এম আঞ্জুম আরা বেগম বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন যেমন গ্রীন সিটি, ক্লিন সিটি নামে পরিচিতি লাভ করেছে আশা করি মেয়র মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় স্বাস্থ্য বিভাগ রাজশাহী সিটিকে তামাকমুক্ত নগরী গড়তে পারবে।জনসাধারণকে তামাক নিয়ন্ত্র্রণ আইন মেনে চলার অনুরোধ করেন।সকলকে তামাক কে না বলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তামাক বিরোধী ক্যাম্পেইন করার অনুুরোধ করেন।একই সাথে তিনি স্থানীয় সরকার গাইড এর নির্দেশনার আলোকে শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোন প্রকার তামাকজাত দ্রব্য না রাখার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের আবাসিক চিকিৎসক ডা: মোঃ তারিকুল ইসলাম বনি, লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) রাজশাহীর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।
এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তর ও লফস এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।