ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাই ওভারের পশ্চিম পার্শ্বে জাপানি মোটরস এলাকায় শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ মোঃ বাবুল হোসেন (২৪) এক যুবক কে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাই ওভারের পশ্চিম পার্শ্বে জাপানি মোটরসের সামনে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করা হচ্ছে।এই সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে এক যুবক কে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এরপর আটককৃত আসামিকে তল্লাশি করে তাঁর সাথে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভিতর পলিথিনের প্যাকেট স্কচটেপ দ্বারা মোড়ানো গাঁজা ৪ টি প্যাকেটের ভিতর থেকে ১ কেজি করে সর্বমোট ৪ কেজি গাঁজাউদ্ধার করা হয়।
আটককৃত আসামি চট্টগ্রাম জেলার ভুজপুর থানার মোহাম্মদপুর গ্রামের হাকিম আলী মার্কেট এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ বাবুল হোসেন (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয় ফেনীর উপপরিচালক মিজানুর রহমান শরীফের সার্বিক তত্ত্বাবধানে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলার পরিদর্শক মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা উপপরিদর্শক মোজাম্মেল হক বাদী হয়ে ফেনী মডেল থানায় এই সংশ্লিষ্ট আইনে একটি মামলা করেন।