সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ২৮ ও ২৯ জানুয়ারি রাজশাহী সফর করবেন।তিনি শনিবার বিকাল পাঁচ’টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।
২৯ জানুয়ারি রবিবার সকাল এগারো’টায় নগরীর হোটেল গ্র্যান্ড রিভার ভিউ-এ রাজশাহী সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সওজ কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করবেন।
দুপুর দুই’টায় রাজশাহী মাদরাসা মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করবেন।
এদিন বিকাল সাড়ে চার’টায় তিনি ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যাবেন।