টাংগাইলের দেলদুয়ারে নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও সরকারের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন টাংগাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বৃহস্পতিবার দেলদুয়ারে সাংসদের নিজ বাসস্থানে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাছেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক, সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা আক্তার, ডুবাইল ইউপি চেয়ারম্যান ইলিয়াস মিয়া, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ উজ্জামান খান, থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধাসহ জনপ্রতিনিধি ও শিক্ষকসহ ৮ ইউনিয়নের ৫৬ টি ভোট কেন্দ্রের সভাপতি/সম্পাদক বৃন্দ।
কম্বল বিতরণ শেষে দেলদুয়ার উপজেলার দুটি বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও একটি রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
ডুবাইল গোরস্থান টু মহেরা রেলস্টেশন রাস্তার নির্মান কাজ, ডুবাইল ইউনিয়নে এলজিইডি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বিশ্বাস বাথুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডুবাইল সেহড়াতৈল শহীদ আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় ভবন শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।