যশোরের সাগরদাঁড়িতে “মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয়” প্রতিষ্ঠা করা হোক যেটা কেশবপুরবাসীর প্রাণের দাবি।দাবিটা অনেকদিন থেকে চলমান কিন্তু রাজনৈতিক কারসাজির কারণে বাস্তবায়নের চাকা থমকে আছে।
সুশীল নাগরিক সমাজের সাথে আমিও একাত্ম পোষণ করছি; শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার ধারা আরো বেগবান করতে এটি প্রতিষ্ঠা খুবই জরুরি।
প্রতিষ্ঠা পেলে কপোতাক্ষের পাড়ে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয়,সোনার বাংলায় ভরবে সু-নীতি,সুশাসন আর মূল্যবোধালয়!
-গোলাম রববানী,
শিক্ষক, মুহিবুর রহমান একাডেমি, সিলেট।