ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়ার চৌকস নেতৃত্বে টেলিভিশন মেরামতকে কেন্দ্র করে ওয়াশিম,হোসনে আরা বেগম ও সামর্থ্য বানুর ওপর হামলায় ঘটনায় আকবর (২৮), মোঃ আলমগীর (৩০), মোঃ আরিফ (২৬) এ ৩ জনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া জানান,বোরহানউদ্দিন থানার পৌর ৬ নং ওয়ার্ডে ২৫ জানুয়ারি বুধবা রটেলিভিশন মেরামতকে কেন্দ্র করে শাজাহান ও আকবর নামে ২ ব্যক্তি বিবাদে জড়ান এতে শাজাহানের ভাই ওয়াসিম সহ ৩ জন গুরুতর আহত হলে থানায় অভিযোগ করেন ভুক্তাভোগীরা।
অভিযোগ সুত্রে জানা যায়,আকবরের কাছে ওয়াসিমের ভাই শাহজাহান টেলিভিশন মেরামত করিতে দেয়।সময়মত উক্ত টেলিভিশন মেরামত করিয়া না দেওয়ার কারনে আকবর ও ওয়াসিমের মধ্যে মারামারি হয়।
মারামারির ঘটনায় সামর্থ্য বানু,হোসনে আরা বেগম,মোঃ ওয়াশিম গুরুতর আহত হলে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হন।বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আহতরা।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া জানান,ওয়াসিম ও তার পরিবারের উপর হামলার ঘটনায় আমার নেতৃত্বে বোরহানউদ্দিন থানা পুলিশের ২ টিম একই সঙ্গে অভিযান পরিচালনা করে হামলাকারীদের আটক করতে সক্ষম হয়েছি।
তিনি জানান,ওয়াসিম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন এ ঘটনায়।ঘটনা সত্যতা নিশ্চিত হওয়ায় হামলাকারি আটক ৩ সদস্যকে মামলার মাধ্যমে ২৬ জানুয়ারী ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।